আজ বুধবার টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিনির্বাপন এর উপরে মহড়া প্রদর্শন করা হয় । জনাব মোহাম্মদ রেজাউল করিম , ( সহকারী পরিচালক , টাঙ্গাইল ফায়ার সার্ভিস )
এর নেতৃত্বে মহড়ার পরিচালনা করেন জনাব মোহাম্মদ ইদ্রিচ ( সিনিয়ার স্টেশন অফিসার, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ) । টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিনির্বাপনের এই বিশেষ মহড়া সকাল ১১ ঘটিকা থেকে শুরু হয় এবং শেষ হয়
সকাল ১১ : ৪৫ ঘটিকায় । যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
আয়োজিত এ বিশেষ অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: উসমান গণি (জেলা প্রশাসক টাঙ্গাইল ) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আমিনুল ইসলাম ( সার্বিক ) ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল হক আলমগীর ( মেয়র টাঙ্গাইল পৌরসভা ) ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহজাহান আনছারী উপজেলা চেয়ারম্যন ( টাঙ্গাইল সদর উপজেলা ) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ,
টাঙ্গাইল সদর , জেলা শিক্ষা অফিসার , জনাব মোহাম্মদ আলাউদ্দিন , ( ডিএ ডি ) টাঙ্গাইল ফায়ার সার্ভিস । টাঙ্গাইল ফায়ার স্টেশন এর আরো বিভিন্ন কর্মকর্তা, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভলান্টিয়ার ।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডিএডি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এ বিশেষ মহড়ার সার্বিক সহযোগিতায় ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন। ভূমিকম্প ও অগ্নিনির্বাপনের এই বিশেষ মহড়ায় অগ্নি নির্বাপন ও প্রাথমিক চিকিৎসা দেখানো হয়।
