ভারতের মহিলা ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদের সাবেক চেয়ারম্যানন বিনোদ রাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। ‘নট জাস্ট আ নাইট ওয়াচম্যান’ বইতে ভারতীয় ক্রিকেট প্রশাসনিক পদে তার মেয়াদ সম্পর্কে উল্লেখ করেছেন। যা নিয়ে এখনও হইচই পড়ে গেছে ভারতীয় ক্রিকেট মহলে।

ভারতে মহিলা ক্রিকেটের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে বিনোদ রাই বলেন, প্রথমে পুরুষদের জার্সিই মহিলাদের জন্য কেটে, সেটাকে আবারও সেলাই করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তারপর একটি পোশাক প্রস্তুতকারক সংস্থাকে ডেকে আলাদা করে মহিলাদের জার্সি তৈরি করি। তাদের স্পষ্ট জানিয়ে দিই যে এভাবে চলতে পারে না। মহিলাদের জন্য আলাদা জার্সি করতে হবে।

তিনি বলেন, “আমি মনে করি, ভারতে মহিলা ক্রিকেটকে যতটা সম্মান দেওয়ার দরকার ছিল, ততটাও দেওয়া হয়নি। দূর্ভাগ্যজনকভাবে ২০০৬ সাল পর্যন্ত মহিলা ক্রিকেটকে কেউ সিরিয়াসলি গ্রহণ করেনি। এরপর শারদ পাওয়ার মহিলা এবং পুরুষ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একসঙ্গে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। একথা শুনে তো আমি হতবাক হয়েছিলাম যে পুরুষদের জার্সিই কেটে এবং সেটাকে আবারও সেলাই করে মহিলা ক্রিকেটারদের পরতে দেওয়া হত।” সূত্র : টাইমস অব ইন্ডিয়া