রোনালদোর ফিফটিতে আল নাসরের জয়

রোনালদোর ফিফটিতে আল নাসরের জয়

খেলাধুলা

আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ চাপেই ছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সহজ সুযোগ মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যা নিয়ে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। অবশেষে সেই চাপ কাটিয়েও উঠলেন রোনালদো। গোল করে জিতিয়েছেন আল নাসরকে।

 

রবার্তো ফিরমিনোর আল আহলির বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে।৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে ছুঁয়েছেন একটা মাইলফলকও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে গোলের হাফ সেঞ্চুরি করলেন তিনি।

এ জয়ে প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।