ক্যান্সার থেকে সুস্থ হিনা খান ফের কাজ চান

ক্যান্সার থেকে সুস্থ হিনা খান ফের কাজ চান

বিনোদন

ধারাবাহিক নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এবং ‘বিগ বস’ রিয়ালিটি শোয় অংশ নিয়ে আলাদা পরিচিতি পাওয়া হিনা খান বর্তমানে ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ এক বছরের লড়াই চালিয়ে যাচ্ছেন। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের চিকিৎসা সংক্রান্ত নানা মুহূর্ত শেয়ার করে তিনি অসুস্থতার বিরুদ্ধে লড়াই থেকে অনুপ্রেরণা দিয়েছেন ভক্তদের।

নিজের হাতে মাথার রেশমি চুল কেটে ফেলতে দেখা গিয়েছিল তাকে, হাসপাতালের কেবিনে ক্যাথিটার হাতে হেঁটে যাওয়ার ভিডিও শেয়ার করে আশার বার্তা দিয়েছেন হিনা। অসুস্থতার মাঝেও দীর্ঘদিনের প্রেমিক রকি জয়স্বালকে বিয়ে করে সুখের খবর দিয়েছেন।

বিয়ের পর ‘পতি পত্নী অউর পঙ্গা’ রিয়ালিটি শোয় জুটি বাঁধার মাধ্যমে শুটিংয়ে ফিরলেও বর্তমানে কাজের সুযোগ পাচ্ছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার কারণে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে, এবং এখন সুস্থ হলেও কাজের জন্য কেউ ডেকে না পাওয়ায় হতাশা রয়েছে।

হিনা বলেন, “আমি কাজ করতে আগ্রহী। কেউ সরাসরি বলেননি, ‘তুমি এখনো পুরোপুরি সুস্থ নও’, কিন্তু আমি বুঝতে পারি, অনেকেই আমার অসুস্থতা নিয়ে দ্বিধান্বিত।” তিনি আরও যোগ করেন, “আমি কাজের জন্য প্রস্তুত, অডিশনে যেতে আগ্রহী, কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডেকেছে না।”

অভিনেত্রী স্পষ্ট বলেছেন, “সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি কাজ করতে চাই। দয়া করে আমাকে ডাকুন।”

হিনা খান অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কে ২’, এবং অংশগ্রহণ করেছেন ‘বিগ বস ১১’, ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো শোয়।