দুই বাংলার দর্শকের একাধিক হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি নির্মাতা কৌষিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন। শিগগিরই তাকে দেখা যাবে সুমন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতি কথা’ সিনেমায়।
কলকাতার বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে জয়া তার সাম্প্রতিক কাজ এবং দুই বাংলায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। কথোপকথনের মাঝখানে উঠে আসে তার ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু তথ্যও।
অবসর সময়ে কী করেন—এমন প্রশ্নের জবাবে জয়া হাসিমুখে জানান, “আমার ফ্রি টাইম তো খুব একটা নেই। তবে প্রকৃতির মাঝে সময় কাটানো খুব পছন্দ করি। বাসায় টবে নিজে হাতে মিষ্টি আলু থেকে শুরু করে নানা ধরনের শাক-সবজি রোপণ করি।”
সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে ভালোবাসার পাশাপাশি ঘৃণাসূচক মন্তব্য নিয়ে জয়া বলেন, “যারা ঘৃণা ছড়ায়, সেটা তাদের দুর্ভাগ্যের প্রতিফলন। আমি নিজের কাজে মনোযোগী। তারা যা করবে আমি আমার কাজ করে যাব।”
জীবনে কারো সঙ্গে সম্পর্ক আছে কিনা জানতে চাইলে জয়া সরাসরি জানান, “অবশ্যই আছে। মানুষ একা বাঁচতে পারে না।” তিনি জানান, এই সম্পর্ক দুই বছর ধরে চলছে এবং সেই ব্যক্তি অভিনয় জগতের কেউ নন।
বিয়ে বিষয়ে জয়ার মতামত জানতে চাইলে তিনি বলেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না। বিবাহিত সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, তবে এখনো এ বিষয়ে চিন্তা করিনি।” অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা এই বিষয়কে প্রভাবিত করতে পারে কিনা প্রশ্নে তিনি বলেন, “হতেই পারে।”
