যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে বিএলএ’র এক শাখা মাজিদ ব্রিগেডকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছিল। সম্প্রতি পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেন হাইজ্যাক করার ঘটনার পর আবারো আলোচনায় এসেছে বিএলএ।
বালুচ লিবারেশন আর্মি আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং গোয়াদর গভীর সমুদ্রবন্দর ও বেইজিংয়ের বিনিয়োগ প্রকল্পগুলোর কেন্দ্রবিন্দু।
বিএলএ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ২০০৬ সালে পাকিস্তান সরকার এ সংগঠনটিকে নিষিদ্ধ করে।
