বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে, তারা মূলত স্বৈরতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনতে চায়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, “ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলছে। তাই ঘোষিত সময়েই নির্বাচন সম্পন্ন করা আবশ্যক।”
তিনি আরও উল্লেখ করেন, গণহত্যার বিচার প্রক্রিয়া এবং পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
