নির্বাচন পদ্ধতিতে গোঁ ধরে লাভ নেই লাভ হবে ‘দাদা-দিদিদের’: মওয়াজ্জেম হোসেন আলাল

নির্বাচন পদ্ধতিতে গোঁ ধরে লাভ নেই লাভ হবে ‘দাদা-দিদিদের’: মওয়াজ্জেম হোসেন আলাল

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নির্বাচন পদ্ধতি নিয়ে একপাক্ষিক অবস্থানে থাকলে দেশের লাভ হবে না, বরং উপকৃত হবে বাইরের ‘দাদা’ ও ‘দিদিরা’।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে একটি নিরপেক্ষ কাঠামো তৈরি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, পদ্ধতিটি প্রশ্নাতীত থাকে।”

তিনি আরও বলেন, গোঁ ধরে বসে থাকলে লাভ হবে না। এভাবে এগোলে শুধু বাইরের শক্তির লাভ হবে, দেশের জনগণের নয়।

আলাল বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো মুক্ত গণমাধ্যম। এখন আর কোনো সংবাদমাধ্যমকে দমন করা হয় না, কেউ বলে না কোন সংবাদ প্রচার হবে আর কোনটা হবে না।

তিনি উল্লেখ করেন, অতীতে সাংবাদিকরা উপদেষ্টাদের কাছে গিয়ে প্রশংসা করতেন, প্রশ্ন করতেন না। এখন সেই দিন পাল্টে গেছে। এ পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি, বরং দীর্ঘদিন ধরে চলমান পরিবর্তনের ফল।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমরা যদি সংশোধন না হই, কিছু হবে না। আপনারা আর আমরা মিলে ‘আমরা’। এই বোধ না জাগলে দলীয় বিভাজন থেকে জাতির মঙ্গল আসবে না।”

আলালের মতে, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভেদ ও যুক্তিসংলগ্ন বিতর্ক। তবে বিতর্ক যেন কখনো জাতীয় স্বার্থে আঘাত না করে।

তিনি জানান, বর্তমানে দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যা ফ্যাসিবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।