আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশন থেকে সরানোর ঘটনায় নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, সরকার সকল বিষয় পর্যালোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করেছে।
নাগরিক ঐক্য (এনসিপি)’র নির্বাচন পেছানো সংক্রান্ত মন্তব্যের জবাবে তিনি বলেন, “যে যার রাজনৈতিক অবস্থান থেকে কথা বলতেই পারে, তবে সরকার কারও কথায় সিদ্ধান্ত নেয় না। সরকার বলেছে ফেব্রুয়ারিতেই ভোট হবে, সরকার সেই সিদ্ধান্তে অটল।”
তিনি আরও জানান, সরকার জাতীয় নির্বাচন নিয়ে চিন্তিত এবং কাজ করছে। তবে সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের বিষয়ে একমত হয়, তাহলে তা ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে।
জাফলংয়ে পাথর উত্তোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আজ যাঁরা শ্রমিকদের নিয়ে কথা বলেন, এক সময় তাঁরাই ডিনামাইট দিয়ে বালু তুলতে গিয়ে ৬৫-৮০ জন শ্রমিক হত্যা করেছেন। তখন তাঁদের কাউকে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি।”
