ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প, যিনি ‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, আর নেই। রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছেন, “অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।”
স্ট্যাম্পের মৃত্যুতে বাফটা ‘গভীরভাবে মর্মাহত’ এবং ‘সুপারম্যান’-এর সহ-অভিনেত্রী সারাহ ডগলাস লিখেছেন, “অসাধারণ প্রতিভাবান মানুষ ছিলেন টেরেন্স। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কর্মজীবনের শুরুতেই তার সঙ্গ পাওয়া সত্যিই এক বিরল সৌভাগ্য।”
টেরেন্স স্ট্যাম্পের জন্ম ১৯৩৮ সালের ২২ জুলাই লন্ডনের ইস্টএন্ডের স্টেপনিতে। সাধারণ পরিবারের সন্তান স্ট্যাম্প প্রথমে বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন, পরে ড্রামা স্কুলে ভর্তি হয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।
১৯৬২ সালে ‘বিলি বাড’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান। ছবির জন্য তিনি সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার মনোনয়ন এবং সেরা নবাগত শিল্পীর গোল্ডেন গ্লোব অর্জন করেন।
টেরেন্স স্ট্যাম্পের খলনায়ক চরিত্রগুলো আজও দর্শকের মনে গভীর ছাপ রেখেছে। ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান-২’-তে জেনারেল জড, ‘দ্য কালেক্টর’-এ ফ্রেডি ক্লেগ, ‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড’-এ সার্জেন্ট ট্রয়সহ তিনি ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা’ এবং ‘কুইন অব দ্য ডেজার্ট’-এর জন্য। টেরেন্স স্ট্যাম্পের অবদান চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
