বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে একাধিক দফায় আপত্তি জানিয়েছে। দলটির মতে, সনদের সূচনায় অসত্য তথ্য রয়েছে এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “চূড়ান্ত খসড়ায় এমন কিছু বিষয় রাখা হয়েছে যা আলোচনায় আসেনি। আবার কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনও করা হয়নি। আমরা সবকিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে মতামত জানাবো।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “৮৪ দফার মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, আর যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে সেগুলোর সমাধান কীভাবে করা হবে, সেটিও স্পষ্ট করা জরুরি।”
তিনি জানান, সংবিধান সংশোধনের ব্যাপারে আগের সনদে নির্বাচিত সংসদকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় সেটি অনুপস্থিত।
তিনি আরও বলেন, “সংবিধানের উপরে কোনো অঙ্গীকারনামা বা সনদ থাকতে পারে না। এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে অশুভ দৃষ্টান্ত তৈরি করতে পারে। আর বলা হয়েছে, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না— এটি একটি ভুল সিদ্ধান্ত। মতপ্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন।”
তবে কিছু রাজনৈতিক বক্তব্যকে তিনি ‘নির্বাচনী কৌশল’ হিসেবেই দেখছেন বলে মন্তব্য করেন।
