একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করেনি ১ লাখের বেশি শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করেনি ১ লাখের বেশি শিক্ষার্থী

শিক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের প্রথম ধাপ শেষ হয়েছে। এই ধাপে সারাদেশে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। অথচ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ প্রায় এক লাখ শিক্ষার্থী বাদ দিলে দেখা যায়, এক লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনই করেনি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সময় বাড়িয়ে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আজ (২০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে।

প্রতি বছর প্রথম পর্যায়েই বেশিরভাগ শিক্ষার্থী আবেদন করে থাকলেও মেধা ও পছন্দের সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত কলেজে সুযোগ পান না। ফলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ থাকছে।

  • দ্বিতীয় ধাপ: আবেদন গ্রহণ ২৩–২৫ আগস্ট, ফল প্রকাশ ২৮ আগস্ট

  • তৃতীয় ধাপ: আবেদন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

  • ভর্তি: ৭–১৪ সেপ্টেম্বর

  • ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। শতভাগ পাস ও শূন্য পাস পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাতেও পরিবর্তন এসেছে।

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের কলেজ ও মাদরাসাগুলোতে মোট আসন রয়েছে ২৬ লাখ ৬৬ হাজারের বেশি। ফলে সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রচুর আসন ফাঁকা থাকবে।