বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের মতামত ছাড়া পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, “সবাই গণতন্ত্র অনুশীলন করে। তবে একেক দেশে একেকভাবে এটি বাস্তবায়িত হয়। পিআরও এরকম একটি ধারণা, যা বিভিন্ন দেশে ভিন্নভাবে প্রয়োগ করা হয়। ধারণার ওপর জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “কীভাবে পিআর বাস্তবায়ন করা হবে, তা জনগণের কাছে স্পষ্ট করা হয়নি। জনগণ এ বিষয়ে কিছু জানে না, অথচ একটি নতুন পদ্ধতি তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
বিএনপির সিনিয়র নেতা আরও উল্লেখ করেন, “পিআর পদ্ধতি উন্নত দেশগুলোতে কার্যকর হলেও, আমাদের দেশে জনগণকে আগে এটি বোঝানো প্রয়োজন। কয়েকজন মানুষ বসে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু জনগণের মতামত নেওয়া হয়নি। জনমতের উপর ভিত্তি করে না হয়ে কোনো পদ্ধতি চাপিয়ে দেওয়া ঠিক নয়।”
