দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ দীর্ঘদিন ধরে সুখে সংসার করছেন। আজকালকার বিচ্ছেদের ভিড়ে তাঁদের দাম্পত্য জীবন অনেকের কাছে এক সফল উদাহরণ হিসেবে দেখা হয়।
সম্প্রতি কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল যে, জাহিদ-মৌর সংসারে কলহ সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জাহিদ হাসান নিজেই ব্যাখ্যা দিয়েছেন, তারা ভালো আছেন এবং কোনো ধরনের সমস্যার মধ্যে নেই।
‘বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে’ পডকাস্টে জাহিদ বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময় সমস্যা খুঁজে বের করার চেষ্টা করে।”
জাহিদ আরও জানান, স্ত্রী মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তিনি বলেন, “মানুষ এ কথাকে কিভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটি বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে, মৌও ঠিক তেমন।” তিনি যোগ করেন, মাঝে মাঝে বিরক্ত হলেও তাদের মধ্যে কোনো ইগোর সংঘাত হয় না।
ব্যক্তিজীবনের ঘটনাও মৌর সঙ্গে লুকানো নয়। জাহিদ বলেন, “আমার সাবেক প্রেমিকার কথাও মৌ জানে। মাঝে মাঝে সে তা নিয়ে মজা করে। এমনকি চিঠি দেখিয়ে বলে, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো।”
জাহিদকে সর্বশেষ দেখা গেছে ‘উৎসব’ সিনেমায়। তানিম নূর পরিচালিত এই সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। সিনেমা হলে সাফল্যের পর ওটিটিতেও ‘উৎসব’ তুমুল সাড়া ফেলেছে।
