মালয়েশিয়ায় ২৪ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ বাংলাদেশিদেরও সুযোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ বাংলাদেশিদেরও সুযোগ

জাতীয়

মালয়েশিয়া নতুন রিভাইজড কলিং ভিসা ফ্রেমওয়ার্কের আওতায় ২৪ লাখ ৬৭ হাজারের বেশি বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়।

শ্রমবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। ভিসার জন্য আবেদন করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। তবে বাংলাদেশ থেকে কতজন আবেদন করতে পারবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৃষি, বনজঙ্গল, খনিজ, উৎপাদনশিল্প, নির্মাণ ও অন্যান্য ১৩টি উপখাতে শ্রমিক নিয়োগ করা হবে। বিশেষ করে রাবার, পামতেল, মাছ উৎপাদন এবং নির্মাণ শিল্পে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এবার আবেদন শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে করা যাবে। আবেদন যাচাই করবে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটি এবং সেরা প্রার্থীরাই ভিসা পাবেন।

মালয়েশিয়ার কৃষিখাতের শ্রমিকরা রাবার ও পামবাগান এবং মৎস্য উৎপাদন খাতে কাজ করবেন। নির্মাণ খাতের শ্রমিকরা শুধুমাত্র সরকারি ভবন ও অবকাঠামো প্রকল্পে নিয়োগ পাবেন। উৎপাদনশিল্পে নিয়োগপ্রাপ্তরা অবশ্যই মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অনুমোদিত কারখানায় কাজ করবেন।

১৯৯০-এর দশকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিরাই প্রধান ছিলেন, তবে বর্তমানে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত ও ভিয়েতনামের শ্রমিকের সংখ্যা বেশি।