সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনে

জাতীয়

বৃহস্পতিবার (২১ আগস্ট) সরকারি সফরে চীন গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিটি সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুদেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের জন্য মতবিনিময় করবেন।

সেনাপ্রধানের চীন সফর শেষে তিনি আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।