বলিউড অভিনেত্রী মৌনী রায় শুধু কাজেই নয়, সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। নিয়মিতই ভক্তদের জন্য নতুন ছবি ও কাজের আপডেট শেয়ার করেন তিনি। এমনকি অনেক সময় কমেন্টে ফ্যানদের প্রতিক্রিয়াতেও উত্তর দেন। তবে শুক্রবার নিজের একটি ইনস্টাগ্রাম পোস্টে চেহারা নিয়ে হওয়া কটূক্তির জবাব দিয়েছেন মৌনী।
সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করলে হাজারো লাইক ও কমেন্টে ভরে যায় পোস্টটি। তবে এর মধ্যেই কিছু নেটিজেন তার ‘প্লাস্টিক সার্জারি’ নিয়ে কটূক্তি করেন। একজন লিখেন, “সত্য বরাবরই কটু! আপনার উচিত ছিল প্লাস্টিক সার্জারির জন্য একজন ভালো সার্জন বেছে নেওয়া।”
এ মন্তব্যের জবাবে মৌনী রায় লিখেছেন, “জীবনে কিছু মূল্যবান কাজ করুন। ভালোবাসা দিন এবং নিজের কাজ নিয়ে কথা বলুন। অন্যথায় সোশ্যাল মিডিয়া এতটা মূল্যবান নয়।”
তবে সমালোচনা থেমে নেই। অনেকের দাবি, বারবার প্লাস্টিক সার্জারির কারণে মৌনির মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে। বিষয়টি সামনে আসে তার চলচ্চিত্র *‘ভূতনী’*র ট্রেলার লঞ্চে, যেখানে তার বদলে যাওয়া লুক দেখে অনেকে বিস্মিত হন।
বলিউডের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, একাধিকবার সার্জারির শরণাপন্ন হয়েছেন মৌনী। তবে এসব প্রসঙ্গে তিনি বরাবরই নির্লিপ্ত। তার ভাষায়, “কিচ্ছু যায় আসে না। আমি এসব দেখিই না। সবাইকে তাদের কাজ করতে দিন। যারা আড়াল থেকে ট্রল করে আনন্দ খুঁজে পায়, তাদের সেটাই করতে দিন।”
