জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। তবে তিনি এসবের দিকে মাথা ঘামানোর বদলে কাজে মনোযোগ দিতে চান।
শুক্রবার (২২ আগস্ট) তার ফেসবুক পেজে পোস্টে তিনি বলেন, সম্প্রতি নেপাল সরকারের আমন্ত্রণে তিনি ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নিতে নেপালে যান। সেখানে দূষিত বাতাসের মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। দুই মাস আগে (২ জুলাই) নেপালের এম্বাসি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল।
ডা. তাসনিম জারা দাবি করেন, নেপালে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা বা অফিসিয়াল যোগাযোগ করেননি। তবুও ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে গিয়ে এক মার্কিন অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থা তা জানে। তিনি এই সংবাদকে ‘মিথ্যা ও কাল্পনিক’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসে একটি সংবাদমাধ্যম জানিয়েছিল যে তিনি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। পরে সংশ্লিষ্ট মাধ্যমটি সংবাদটি মিথ্যা স্বীকার করে এবং দুঃখ প্রকাশ করে।
ডা. তাসনিম জারা জানান, ১১ আগস্ট নাগরিক পার্টির একটি বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এতে পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে ও একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। বৈঠকটি গোপন ছিল না, বরং প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়নি। তার বৈঠকের ছবি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
ডা. তাসনিম জারা বলেন, জুলাই ও আগস্টে অন্তত তিনবার তার সম্পর্কে মিথ্যা প্রচার হয়েছে, যেখানে উৎস হিসেবে গোয়েন্দা সংস্থা উল্লেখ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, এসব মিথ্যা প্রচারে তাকে দমানো যাবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ চালিয়ে যাবেন এবং সত্যই শেষ পর্যন্ত টিকে থাকবে।
