সরকারের চাপ এলে পদত্যাগ করব: সিইসি নাসির উদ্দিন

সরকারের চাপ এলে পদত্যাগ করব: সিইসি নাসির উদ্দিন

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে তিনি পদত্যাগ করবেন। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন হবে কি হবে না— এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে নির্বাচন কমিশন (ইসি) যেতে চায় না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কমিশন এগিয়ে যাচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সিইসি নাসির উদ্দিন বলেন,

“প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ ও নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজ চলছে।”

তিনি আরো বলেন,

“ভোট আসতে আসতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে। অস্ত্রবাজদের জন্য দুঃসংবাদ আছে— আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।”

চাপ এলে পদত্যাগের ঘোষণা
সরকারের পক্ষ থেকে কোনো চাপ আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন,

“এখন পর্যন্ত কোনো চাপ আসেনি। তবে সরকারের চাপ আসলে আমি পদত্যাগ করব। যেদিন সরকার চাইবে তার মতো করে কাজ করতে হবে— সেদিন আমাকে এই চেয়ারে দেখবেন না।”

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার
তিনি জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে ইসি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিগত নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের রাখা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

অন্যদিকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন,

“আদালতের রায়ের অপেক্ষা করতে হবে। রায় কী আসে, সেটি দেখার পর বলা যাবে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে কি না।”