পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সুষ্ঠু ও গুণগত মানসম্পন্ন পরিসংখ্যান দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। অন্যান্য অবকাঠামোর মতো উন্নত পরিসংখ্যান ব্যবস্থাও দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে ভূমিকা রাখে।
শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন (বিএসএ) আয়োজিত দুই দিনব্যাপী ১৯তম জাতীয় পরিসংখ্যান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ডেটা সায়েন্সের মাধ্যমে সরকারি পরিসংখ্যানের অগ্রগতি: ঐতিহ্য ও উদ্ভাবনের সেতুবন্ধ”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান জিল্লুর রহমান, যিনি বলেন, অর্থনীতির এ উন্নত যুগে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান এক ধরনের ফ্যাক্টরস অব প্রডাকশন হিসেবে বিবেচিত হয়। তিনি আরো বলেন, নীতি প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নে ডেটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বড় চ্যালেঞ্জ হলো বিচিত্র ও ব্যাপক ডেটাকে মূলধারায় নিয়ে আসা এবং সরকারি পরিসংখ্যানের সঙ্গে সমন্বয় করা।
উক্ত সম্মেলনে বক্তারা একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির গুরুত্বে গুরুত্বারোপ করেন, যেখানে পরিসংখ্যানবিদ, ডেটা সায়েন্টিস্ট ও পেশাজীবীরা একত্রে কাজ করতে পারবেন। বিএসএ এই ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্মেলনের মাধ্যমে তা আরও অগ্রসর হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান।
বিএসএ’র সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড. দীপঙ্কর রায়, মহাসচিব, বিএসএ ও যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. জাহিদা গুলশান, সাংস্কৃতিক সম্পাদক, বিএসএ ও অধ্যাপক, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
