“বিএনপিতে রাজনীতি মানে সম্মান ও সেবা পকেট রাজনীতি নয়”

বিএনপিতে রাজনীতি মানে সম্মান ও সেবা পকেট রাজনীতি নয় এ্যানি

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি মানে সম্মান ও সেবাকে অগ্রাধিকার দেওয়া। রাজনীতিতে সত্যিকারের মনোযোগ থাকলে ত্যাগ স্বীকার করতে হয়। যারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ বা পকেটস্থ করার জন্য রাজনীতি করতে চান, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। এ সময় তিনি জানান, তারেক রহমান এবার অত্যন্ত কঠোর।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনটি অনুষ্ঠিত হয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, “তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। নভেম্বরের মধ্যে আমরা তাকে দেশে দেখতে পারব ইনশাআল্লাহ।” তিনি যোগ করেন, “তারেক রহমান দেশে আসার আগে দুর্নীতি বন্ধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করবেন।”

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম, আর প্রধান বক্তা ছিলেন সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

উপস্থিত ছিলেন আরও অনেকে, যাদের মধ্যে নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, হারুনুর রশিদ, সাহাব উদ্দিন সাবু, হাসিবুর রহমান, হাফিজুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল হাশেম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল হুদা চৌধুরী ও এম দিদার হোসেন।