উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন সনদ যাচাই ও অ্যাপোস্টিল (Apostille) সিস্টেম চালু করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস উইং জানায়, বাংলাদেশ এখন সম্পূর্ণ ডিজিটাল সনদ যাচাই ও অ্যাপোস্টিল সিস্টেমে যুক্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য এখন থেকে অ্যাপোস্টিল সনদ দেবে।
এর ফলে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে সহজেই তাদের শিক্ষাগত সনদ যাচাই করতে পারবেন। এতে সময় ও খরচ বাঁচবে, জাল সনদ রোধ হবে এবং আন্তর্জাতিকভাবে এই সনদ স্বীকৃত হবে।
নতুন সিস্টেমের সুবিধা:
- দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যাওয়ার প্রয়োজন হবে না।
- যাচাই প্রক্রিয়ার ফি কমবে।
- জাল সনদ ও প্রতারণা প্রতিরোধ হবে।
- বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের প্রক্রিয়া সহজ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় করবে। পাশাপাশি বিদেশগামী তরুণদের জন্য এটি একটি বড় সুবিধা হিসেবে কাজ করবে।
