বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে নোটিশের জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন।
রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় নোটিশ পৌঁছে দেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “আমি নোটিশটি হাতে পেয়েছি এবং এর জবাব দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটি আমি মাথা পেতে নেব।”
তবে এ সময় তিনি অভিযোগ করেন, রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু যুবক স্লোগান দিচ্ছে এবং এতে তিনি মব আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা করছেন। তিনি বলেন, “আমার দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এ বিষয়ে কোনো আপস করব না। অপমৃত্যু আমার প্রাপ্য নয়।”
জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তারা তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
