ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে দুই যুবক আ'হ'ত

ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে দুই যুবক আ’হ’ত

ঢাকা দেশ জুড়ে

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন দুই যুবক। এ সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যান দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় একই সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হন।