শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ফার্স্টলুক প্রকাশ পারিশ্রমিক নিয়ে গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ফার্স্টলুক প্রকাশ পারিশ্রমিক নিয়ে গুঞ্জন

বিনোদন

ঢালিউডের মেগাস্টার শাকিব খান ঘোষণা করেছেন তার পরবর্তী সিনেমা ‘প্রিন্স’। ইতিমধ্যেই সিনেমাটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। নতুন সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে শাকিব খানের পারিশ্রমিকও।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, ঈদুল ফিতরের জন্য আসন্ন সিনেমা ‘প্রিন্স (Once Upon a Time)’-এর জন্য শাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এত বড় পারিশ্রমিক দেওয়া আজ পর্যন্ত শুধুই তার ক্ষেত্রে নজির।

সিনেমার প্রযোজক শিরিন সুলতানা (Creative Land) একটি সাক্ষাৎকারে বলেন, “এটা তার প্রাপ্য পারিশ্রমিক। যেটা উনি ডিজার্ভ করেন, সেটা অবশ্যই তাকে দিতে হবে। আগের ছবিগুলোর তুলনায় পারিশ্রমিক বেশি হওয়া স্বাভাবিক।” তিনি আরও জানান, শাকিব খান গল্প শোনার সময় ৪৫ মিনিট মনোযোগ দিয়ে গল্প শুনেছেন এবং পুরোপুরি মুখস্ত করে ফেলেছেন।

শুক্রবার প্রকাশিত ফার্স্টলুক পোস্টারে দেখা গেছে, একটি দলের মধ্যে শাকিব খান দু’হাতে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা হয়েছে, “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।”

‘প্রিন্স’ ছবির মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নামছেন Creative Land। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে শতাধিক ফিকশন ও ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন।