কা'রা'গা'র থেকে পালানো ৭০০ আসামি এখনো পলাতক উদ্ধার হয়নি ২৯ অ'স্ত্র

কা’রা’গা’র থেকে পালানো ৭০০ আসামি এখনো পলাতক উদ্ধার হয়নি ২৯ অ’স্ত্র

জাতীয়

কারাগার থেকে পালানো আসামিদের মধ্যে এখনো প্রায় ৭০০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। পাশাপাশি পালানোর সময় লুট হওয়া ২৯টি অস্ত্রও এখনো উদ্ধার হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কারা মহাপরিদর্শক বলেন, পালানো আসামিদের মধ্যে ৯ জন জঙ্গি, ৬৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, বাকিরা বিভিন্ন মামলার আসামি। বর্তমানে কারাগারে ১৬৩ জন ডিভিশনপ্রাপ্ত বন্দী আছেন এবং আরও ২৮ জন ডিভিশনের আবেদন করেছেন, তবে অনুমোদন পাননি।

তিনি আরও জানান, কারাগারকে কেন্দ্র করে সংশোধন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে “কারেকশন সার্ভিসেস বাংলাদেশ”। এরই অংশ হিসেবে কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫ খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এছাড়া ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দীদের চাপ সামলাতে নতুন করে দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। সমন্বয় বাড়াতে ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।