ওমানফেরত মানসিক ভারসাম্যহীন সুমনের পরিবারের সন্ধান মিলল

ওমানফেরত মানসিক ভারসাম্যহীন সুমনের পরিবারের সন্ধান মিলল

প্রবাস

ওমানফেরত মানসিক ভারসাম্যহীন অবস্থায় আসা প্রবাসী সুমনের পরিবারের সন্ধান মিলেছে। সুমনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে। তার বড় ভাই মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম) শরিফুল হাসান বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শরিফুল হাসান জানান, ফেসবুকে ব্যাপক প্রচার ও শেয়ারের পর ওমানে থাকা সুমনের আত্মীয়রা তাকে শনাক্ত করেন। এরপর তার বাড়ি থেকে ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকেই সুমনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

সুমনকে উত্তরা আশকোনায় হজ ক্যাম্পের বিপরীতে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ওমান থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় সুমনকে ব্র্যাকের সহযোগিতায় দেশে ফেরানো হয়। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে আনা হয়। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় সুমনকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়।