আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সম্প্রচার করবে নন্দিত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘মোরা আর জনমে’। একুশে পদকজয়ী এই শিল্পী অনুষ্ঠানের বিশেষত্ব ও গানচিত্র নিয়ে কামরুল ইসলামের সঙ্গে আলাপ করেন।
অনুষ্ঠানে মোট চারটি গান থাকবে। এই গানগুলো চিত্রায়িত হয়েছে কুয়াকাটায়, যা অনেকের মতে “মিনি সুইজারল্যান্ড”। সমুদ্রতট, বেলাভূমি এবং সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন পরিবেশে গানগুলো ধারণ করা হয়েছে।
গানগুলোর সংগীতায়োজন করেছেন সুজেয় শ্যাম। গানগুলো মূলত ফেরদৌস আরার প্রজেক্ট ‘একক কণ্ঠে হাজার গান’ থেকে নেওয়া হয়েছে।
নজরুল দিবসে ফেরদৌস আরা তার দিন শুরু করবেন সকালেই নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন দিয়ে। এরপর বাংলা একাডেমি এবং বাংলাভিশনের অনুষ্ঠানে অংশ নেবেন। ২৮ আগস্ট অফিসার্স ক্লাব, পরের দিন শিল্পকলা একাডেমি, ৩০ আগস্ট ধানমণ্ডি ক্লাব ও ১ সেপ্টেম্বর ফেনীতে অন্যান্য অনুষ্ঠানেও তিনি গান পরিবেশন করবেন।
ফেরদৌস আরা বলেন, “নজরুল এমন এক কবি, যিনি সব শ্রেণি-পেশার মানুষের জন্য লিখেছেন। তার গান ও বাণী সবসময় সবার মধ্যে ছড়িয়ে যাক, দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বে নজরুলের প্রচার ও প্রসার হোক।”
তিনি ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমে গান ও নজরুলসংগীতের সঙ্গে পরিচিত হয়েছেন। তার মতে, প্রত্যেক গায়কীর ভিন্নতা গানকে আরও রঙিন করে এবং বিভিন্ন কণ্ঠের মাধ্যমে নজরুলসংগীতের ধারা জীবন্ত থাকে।
