বলিউডের প্রভাবশালী জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলে নতুন বাড়িতে প্রবেশ করেছেন। রাজ কাপুরের প্রাক্তন বাড়ি নতুন করে তৈরি করেছেন তারা। তবে এই বাড়িতে প্রবেশের ছবি ছড়িয়ে পড়ায় আলিয়া ভাট জানিয়েছে, এটি তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া হিসেবে বিরক্তির কারণ হয়েছে।
এবার এই বিষয়ে খোঁচা দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহতগী। তিনি মন্তব্য করেছেন, “বাড়ির বাইরে থেকে ছবি তোলা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া হিসেবে ধরা যায় না। যদি স্বামী বা অন্য কোনো পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ানো হয়, তখনই ব্যক্তিগত হস্তক্ষেপের কথা বলা যায়।”
পায়েল আরও বলেন, “বাড়ির এলাকা যদি ক্যামেরাবন্দি হয়, তা প্রাইভেসি লঙ্ঘন নয়। নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করে যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর সামর্থ্য রয়েছে, তাই সেটাই করা উচিত।”
তবে এই মন্তব্যের পর পায়েল রোহতগীকে সামাজিক মাধ্যমেই সমালোচনার মুখে পড়তে হয়। আলিয়ার ভক্তরা ও নেটিজেনরা কটাক্ষ করেছেন, “মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে এবং ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠতে চাইছেন।”
