চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দুই দেশের কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
২২ আগস্ট সেনাবাহিনী প্রধানকে পিএলএর সদর দপ্তরে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে তিনি নোরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্যবহৃত সামরিক সরঞ্জাম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া তিনি পিএলএর একাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও সামরিক গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট তিনি সরকারি সফরে চীন যান।
