সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ির পঞ্চম তলার চতুর্থ তলা থেকে অভিযান চালিয়ে আটক করা হয় সানজিদা আক্তার তন্নী (২৬) ও সাদ্দাম হোসেন (২৮) নামে দুইজনকে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
আটকরা দীর্ঘদিন ধরে আশুলিয়ায় ভাড়া বাসায় বসে জাল নোটের ব্যবসা চালাচ্ছিল। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মূল্য প্রায় ৪ লাখ টাকা।
এসআই জসিম উদ্দিন আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
