ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই জুটির একাধিক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় তাকে ঢালিউড কুইন উপাধিও দেওয়া হয়। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই তিনি অর্থকষ্টে ভুগেছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ খোলাসা করেছেন অপু বিশ্বাস।
এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বলেন, “এখন আমি আর্থিকভাবে স্বচ্ছল হলেও জয় জন্মের পর দেশে ফেরার সময় ভীষণ অর্থকষ্টে পড়েছিলাম। হাতে কোনো টাকা ছিল না, ব্যাংকেও কিছু ছিল না। তখন বুঝেছি অর্থকষ্টে থাকা মানুষ কিভাবে প্রতিদিন হিসেব করে বাঁচে। সেই সময় থেকেই আমি অনেক মিতব্যয়ী হয়ে যাই।”
তিনি আরও জানান, সিনেমায় নিয়মিত কাজ করার সময় শখের বশে অনেক সোনার গয়না কিনতেন। কিন্তু সেই গয়নাগুলোই পরে কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়ায়। অপু বিশ্বাস বলেন, “অর্থকষ্টের সময় আমি অনেক সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই, যা দিয়ে পরিস্থিতি সামাল দিই।”
এরপর ধীরে ধীরে অভিনয়ে ফেরেন তিনি, যদিও সেই সিনেমাগুলো তেমন সাফল্য পায়নি। বর্তমানে অপু বিশ্বাস বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত আছেন এবং ব্যবসাতেও মনোযোগ দিচ্ছেন।
