বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪২ শতাংশ বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার বলে একটি সমীক্ষায় উঠে এসেছে। এই সমীক্ষা পরিচালনা করেছে আঁচল ফাউন্ডেশন। সংস্থাটির পরিচালিত জরিপে এক হাজার ১৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। তাদের অভিযোগ, শিক্ষকদের ব্যক্তিগত আবেগ, অনুরাগ বা ক্ষোভের কারণে ফলাফলে বৈষম্য ঘটে। এছাড়া, ৩০ শতাংশ শিক্ষার্থী লিঙ্গভিত্তিক বৈষম্য এবং ১৯ শতাংশ শিক্ষার্থী ধর্মীয় বৈষম্যের শিকার হওয়ার কথা জানান।
ফলস্বরূপ, শিক্ষার্থীদের অনেকেই বিষণ্ণতা, উদ্বেগ, অনিদ্রা ও অতিরিক্ত মানসিক চাপের মতো সমস্যায় ভুগছেন বলে সমীক্ষায় উল্লেখ করা হয়।
আঁচল ফাউন্ডেশন জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যে এই জরিপ পরিচালিত হয়। তথ্য সংগ্রহ করা হয় চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত।
