গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, “রাজপথে নুরুল হক নূরের অবস্থান স্পষ্ট। তার ওপর হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং দ্রুত তদন্তের দাবি জানাই।”
এর আগে সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসার খোঁজখবর নেন।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনা ঘটে। সংগঠনটির দাবি, জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মিছিলে পেছন দিক থেকে হামলা চালায়। তবে জাতীয় পার্টি পাল্টা অভিযোগ করেছে যে, তাদের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে ওই মিছিল থেকে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, মশাল মিছিল শেষে সংবাদ সম্মেলনের সময় যৌথবাহিনী তাদের ওপর লাঠিপেটা চালায়। এতে সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
