২০১৯ সালের ডিসেম্বরে শাবনূরের ফেরার গুঞ্জন ছড়ালেও সেটি বাস্তবে রূপ নেয়নি। জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিল তিনি ফিরছেন ‘কাঁটাতারের বেড়া’ ছবির মাধ্যমে, কিন্তু অস্ট্রেলিয়া থেকে শাবনূর জানিয়েছিলেন—তাকে কিছুই জানানো হয়নি। যদিও পরে ফিল্ম ক্লাব নির্বাচনে ভোট দিতে এসে তিনি নিজেই নিশ্চিত করেন চলচ্চিত্রে ফেরার বিষয়টি।
তবে এরপর দীর্ঘ সাড়ে চার বছর কেটে যায়। করোনার সময় পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, থেমে যায় সিনেমার কাজও। অবশেষে ২০২৩ সালের এপ্রিলে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়ান ‘রঙ্গনা’ ছবির জন্য। এ নিয়ে ঢাকাই সিনেমায় তুমুল আলোচনার সৃষ্টি হয়। ভক্তরা তার বাড়তি ওজন দেখে অবাক হলেও শাবনূরের প্রত্যাবর্তনে খুশি হয়েছিলেন অনেকে।
তবে ছবির মাত্র ৪০ শতাংশ শুটিং শেষ করেই ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। গত বছরের আগস্টে দ্বিতীয় ধাপের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।
রবিবার নির্মাতা আরাফাত জানিয়েছেন, “শাবনূর আপার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। আগামী নভেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা আছে। তিনি নিজেকে চরিত্রের জন্য ফিট করছেন।”
শাবনূরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ২০১৮ সালের জানুয়ারিতে ‘পাগল মানুষ’। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিষেকের পর সালমান শাহ্, রিয়াজ, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি।
