আলী রিয়াজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদেরই এগিয়ে আসার আহ্বান

আলী রিয়াজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদেরই এগিয়ে আসার আহ্বান

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার করলে সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার। কাগজে সই করা বা কমিশনের রিপোর্টে অন্তর্ভুক্তি চেয়ে এটি গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের নিজস্ব অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশন কেন গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট অন্তর্ভুক্ত করেনি, সে প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, “শুধু গণমাধ্যম কমিশন নয়, আরও চারটি রিপোর্টও ঐকমত্য কমিশনের অধীনে রাখা হয়নি। প্রধান কারণ সময়ের অপ্রতুলতা। ১২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর তখন পর্যন্ত ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গিয়েছিল। এই রিপোর্টের ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত কাজ শুরু হয়েছিল।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সংস্কারে স্বাধীনতা ও চতুর্থ স্তম্ভের দিকটি অগ্রাধিকার পেতে হবে। সাংবাদিক ইউনিয়নকে কর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য সোচ্চার হতে হবে। সরকারের অপেক্ষায় থাকা ঠিক নয়। সাংবাদিকরা পেশাদারিত্বের স্থান থেকে দাবি তুলতে ব্যর্থ হয়েছে। মালিকরা জানে সাংবাদিকরা বঞ্চিত হলেও প্রতিবাদ করবে না। গণমাধ্যম ব্যবহৃত হচ্ছে স্বার্থ সংরক্ষণের জন্য। দোকানদার হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়।”