একাদশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তৃতীয় ধাপের ভর্তি আবেদন শুরু

একাদশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তৃতীয় ধাপের ভর্তি আবেদন শুরু

শিক্ষা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তৃতীয় ধাপের ভর্তি আবেদন রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এই ধাপের আবেদন ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১:৫৯ পর্যন্ত চলবে। পরে আবেদন সময় বাড়ানো হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ভর্তি করতে আগ্রহী শিক্ষার্থীদের বলা হয়েছে, এই ধাপে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য একাদশ শ্রেণি ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে, দ্বিতীয় ধাপের ফল ২৮ আগস্ট প্রকাশ করা হয়। এতে দেখা যায়, আবেদন করেও ১০,৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেনি, যার মধ্যে ১,৪১৮ জন জিপিএ-৫ প্রাপ্ত। প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছিল ২০ আগস্ট; সেই ধাপে মোট ২৫,৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পাননি, যাদের মধ্যে ৫,৭৬৫ জন জিপিএ-৫ প্রাপ্ত।

ভর্তি কমিটির তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনও কলেজে ভর্তি হননি। দেশজুড়ে ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী ভর্তি হয়েছে, বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। প্রথম ধাপের পর ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ৭-১৪ সেপ্টেম্বর চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।