ওসির বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও টাকা দাবির অভিযোগ

ওসির বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও টাকা দাবির অভিযোগ

বাংলাদেশ

ফেনীর সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা, টাকা দাবির অভিযোগ এবং মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইলিয়াছ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন। তিনি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মো. ইলিয়াছ জানান, গত ৬ আগস্ট ব্যবসায়িক পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ করেছিলেন। তবে একাধিকবার বিবাদী শাওন অনুপস্থিত থাকায় বৈঠক হয়নি। পরে ২৩ আগস্ট ওসির নির্দেশে জোরপূর্বক তাকে সালিশি বৈঠকে ডাকা হয়।

তিনি অভিযোগ করেন, বৈঠকে তার বক্তব্য শোনার সুযোগ না দিয়ে ওসি বায়েজীদ আকন উল্টো তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিবাদীকে টাকা দেওয়ার নির্দেশ দেন। টাকা না দিলে হত্যা মামলা ও একাধিক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

বর্তমানে প্রাণনাশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান ব্যবসায়ী ইলিয়াছ। তিনি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে ওসি বায়েজীদ আকন জানান, অভিযোগকারী একজন প্রতারক প্রকৃতির লোক। পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই তিনি পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।