গানে ফিরবেন নোবেল দেখা দিলেন নতুন চেহারায়

গানে ফিরবেন নোবেল দেখা দিলেন নতুন চেহারায়

বিনোদন

কিছুদিন আগে জেলে গিয়েছিলেন গায়ক মইনুল আহসান নোবেল। বিয়ে করার পর তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন এবং দীর্ঘ সময় অন্তরালে থাকার পর এবার আবার গান জগতে ফিরছেন।

নোবেল আগামী ২ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন। কনসার্ট আয়োজকদের জন্য একটি ভিডিও পাঠিয়েছেন তিনি, যেখানে নিজেই উপস্থিতির বার্তা দিয়েছেন। ভিডিওতে নোবেলের চেহারা ব্যাপক পরিবর্তিত, মাথায় বড় বড় চুল রেখেছেন, যা দেখে অনেকেই চিনতেই পারছেন না।

নোবেল বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার রংপুর গঙ্গচড়ায়। জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হবে, গানে গানে।”

এর আগে নোবেল কুড়িগ্রামে একটি কনসার্টে মাতাল অবস্থায় অংশ নিয়েছিলেন, সেসময় তার দিকে জুতা ছুঁড়ে মারা হয়েছিল। গঙ্গাচড়ার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় অনেকেই পুরনো প্রসঙ্গ স্মরণ করছেন।

নোবেলের এই কনসার্টে অংশগ্রহণ তাঁর পুনরাগমন এবং নতুন গান কার্যক্রম শুরু করার প্রমাণ হিসেবে দেখাচ্ছে।