অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রবিবার (৩১ আগস্ট) দেশের প্রধান তিনটি দল—বিএনপি, জামায়াত ও এনসিপি—এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া তিনি সতর্ক করেছেন যে, নির্বাচন নিয়ে কেউ বিকল্প বা ভিন্ন পথ ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হতে পারে। প্রধান উপদেষ্টা বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করার পরিকল্পনা করছেন।
