বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঢাকায় মঙ্গলবারের র্যালি বাতিল করেছে দলটি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর সড়কে জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে র্যালি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি মজা পুকুর, খাল ও নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আগে যে কর্মসূচি ঘোষণা করেছিল, তার মধ্যে রয়েছে—
-
১ সেপ্টেম্বর: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দেশব্যাপী আলোচনা সভা।
-
২ সেপ্টেম্বর: নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি।
-
৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র্যালি।
-
৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান।
-
৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির মূল লক্ষ্য।
