ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্রদল সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে।
নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নিজেরাই কলঙ্ক ঢাকার চেষ্টা করছে ছাত্রদল। তারা ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। পাশাপাশি ছাত্রদলের ইতিহাস তুলে ধরে তারা উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতারা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ধর্ষণ, শ্লীলতাহানি এবং মানহানি করেছে। ২০০২ সালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী সাবেকুন্নাহার সনির ও ঢাবির শামসুন্নাহার হলে শত শত নারী শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছিল।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নয়। বরং তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের প্রতি সর্বদা দায়বদ্ধ। নারী নির্যাতনের মতো সংবেদনশীল ইস্যুকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা হলে তা বন্ধ করা হবে।
