ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর আবারও ক্যামেরার সামনে ফিরছেন। আগামী নভেম্বরে শুরু হবে তার অভিনীত নতুন সিনেমা **‘রঙ্গনা’**র শুটিং।
গত বছরের এপ্রিলে দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে ক্যামেরায় দাঁড়ান শাবনূর। তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া পড়ে। তবে শুটিংয়ের প্রথম ধাপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। পরবর্তী ধাপের শুটিং হওয়ার কথা ছিল গত বছরের ৮ আগস্ট, কিন্তু দেশের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
চলচ্চিত্রটির এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। তিনি বলেন,
“শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। গত বছর শুটিং শুরু করতে না পারলেও এবার নভেম্বরে তিনি সময় দিয়েছেন। আশা করছি তখনই শুটিং শুরু করা যাবে।”
দীর্ঘ সময় লাগার কারণ জানাতে গিয়ে নির্মাতা বলেন, “আপা আমাকে বলেছেন, যদিও একটু সময় লাগছে কিন্তু সিনেমাটা তিনি করবেই। চরিত্রের প্রয়োজনে ওজন নিয়েও কাজ করছেন। ফলে ছবির পরবর্তী ধাপের শুটিং আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
