আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না নতুন ষড়যন্ত্র শুরু করেছে: শামসুজ্জামান দুদু

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না নতুন ষড়যন্ত্র শুরু করেছে: শামসুজ্জামান দুদু

রাজনীতি

দেশে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় না আওয়ামী লীগ, বরং দলটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, “তারেক রহমান যেন দেশে নেতৃত্বে আসতে না পারেন, সেই জন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।”

তিনি আরও যোগ করেন, যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান।