গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার সময় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি কন্যাশিশু হিন্দ রজব-এর মর্মস্পর্শী কাহিনি অবলম্বনে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘সিলভার লায়ন’ পুরস্কার জিতেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।
চলচ্চিত্রটির নির্মাতা ফরাসি-তিউনিসীয় পরিচালক কাওথের বেন হানিয়া। তিনি বলেন,
“হিন্দ কেবল একটি শিশুর গল্প নয়, বরং গণহত্যার শিকার সমগ্র একটি জনগোষ্ঠীর প্রতীকী কণ্ঠস্বর। সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তার কণ্ঠস্বর ধরে রাখতে ও সীমান্ত পেরিয়ে ছড়িয়ে দিতে সক্ষম।”
ছবিতে হিন্দ রজবের নিজস্ব কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, যা তার মৃত্যুর পরও তার কাহিনী বিশ্বের কাছে পৌঁছাবে।
প্রথম পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার পরিচালক জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’।
অস্কারের সম্ভাবনা: ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ইতিমধ্যেই তিউনিসিয়া থেকে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কার মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছে। বেন হানিয়ার আগের দুটি ছবি—‘ফোর ডটার্স’ এবং ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’—ও অস্কারে মনোনীত হয়েছিল।
নির্মাতা বেন হানিয়া আরও যোগ করেন, “হিন্দের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকবে যতক্ষণ না প্রকৃত জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”
