জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
রবিবার (৭ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।
ফারুক-ই-আজম বলেন, ইতোমধ্যে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকেই নিয়মিত এ ভাতা পাবেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আহত জুলাইযোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত ৭৮ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সভায় জানানো হয়, জুলাই অভ্যুত্থানে আহত ১২ হাজার ৪৩ জন যোদ্ধাকে এখন পর্যন্ত ১৪৭ কোটি ৯২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
