এনসিপি’র চীন সফরে আখতারের ছাতা নিয়ে ভাইরাল আলোচনা

এনসিপি’র চীন সফরে আখতারের ছাতা নিয়ে ভাইরাল আলোচনা

রাজনীতি

গত মাসে চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গিয়েছিল **জাতীয় সমাজতান্ত্রিক পার্টি (এনসিপি)**র প্রতিনিধি দল। নাহিদ ইসলামের নেতৃত্বে ২৬ আগস্ট রাতে ঢাকা ছাড়ে দলটি। প্রতিনিধি দলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

চীনে পৌঁছানোর পর সফরসঙ্গী নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় আখতার হোসেনের হাতে ধরা ছাতা। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

সম্প্রতি এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আখতার হোসেন বলেন, “সেদিন চীনে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল ছাতা সঙ্গে নিতে। কিন্তু কেন এটি এত আলোচনার বিষয় হয়ে উঠলো, সেটা আমারও বোধগম্য হয়নি। কয়েকদিন পর অনলাইনে এসে দেখি ছাতাকে কেন্দ্র করে নানা রকম মন্তব্য হচ্ছে।”

তিনি আরও বলেন, “ছবি তোলার সময় ছাতা হাতে থাকা বা না থাকা— এগুলো তেমন গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু মানুষ কেন এটাকে আলোচনার কেন্দ্রবিন্দু বানালো, সেটা ভেবে আমিও বিস্মিত হয়েছি। এ ঘটনাই বুঝিয়ে দেয়, অনলাইনে কখন কোন বিষয় আলোচনার কেন্দ্র হয়ে ওঠে, তা বলা কঠিন।”