দুর্গাপূজা নিরাপত্তা প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুর্গাপূজা নিরাপত্তা প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জাতীয়

চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা শেষে প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যেই সম্পন্ন করতে হবে। ঢাকায় এক লাইনে প্রতিমা বিসর্জন দিতে হবে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এ বছর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও দায়িত্ব পালন করবে।”

তিনি জানান, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তায় বিশেষ অ্যাপস চালুর ব্যবস্থা থাকবে, যাতে যে কোনো ঘটনা সঙ্গে সঙ্গে জানানো যায়। পূজামণ্ডপ ঘিরে আয়োজিত মেলায় মাদক সেবন বা আড্ডা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে প্রায় ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ তালিকা পাওয়া গেলে মণ্ডপের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৩ হাজার।