ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান, যিনি সম্প্রতি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক করেছেন, ধূমপান ও ভেপের ভয়াবহ ক্ষতি নিয়ে সরব হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে আরশ খান একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, স্কুলজীবনে বন্ধুদের প্রভাবে ধূমপান শুরু করেছিলেন। ধীরে ধীরে এই অভ্যাস ভয়াবহ আসক্তিতে রূপ নেয়।
আরশ খান লেখেন, “১৯ বছর ধরে ধূমপান করছি। এখন আমার ফুসফুস প্রায় শেষের পথে। সিগারেট ছাড়ার জন্য ভেপ ব্যবহার শুরু করেছিলাম। কিন্তু গত ১৯ বছরের তুলনায় গত ৬ মাসে আমার ফুসফুস আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও লিখেছেন,“বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা এখন ধূমপান শুরু করার চিন্তা করছে, দয়া করে এ অভ্যাস থেকে দূরে থাকো। সিগারেট ছাড়লে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তবে কিছু ক্ষতি স্থায়ী হয়ে যায়, যা আর কখনও সেরে ওঠে না।”
পোস্টের শেষে এ অভিনেতা ভেপের ক্ষতিকর প্রভাব নিয়েও সতর্ক করে লিখেছেন,
“ভেপের কারণে ফুসফুসে যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই। সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে পুরোপুরি ছাড়তে হবে। ভেপকে বিকল্প বানালে জীবনের সর্বনাশ নিশ্চিত।”
আরশ খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
