নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার হাজারো তরুণ-তরুণী রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির অবসানের দাবিতে বিক্ষোভ করেছে। তবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্তত ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্মে প্রবেশ বন্ধ করে দেয় সরকার। এতে সাধারণ ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়েন। লক্ষাধিক নেপালি বিনোদন, খবর ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল।
জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করেন। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
২৪ বছর বয়সী শিক্ষার্থী ইউজান রাজভাণ্ডারি বলেন, “আমাদের প্রতিবাদ শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা থেকে, তবে আমরা মূলত দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলন করছি।”
আরেক শিক্ষার্থী ইক্ষামা তুমরোক জানান, তারা সরকারের ‘স্বৈরাচারী মানসিকতা’র বিরুদ্ধে আন্দোলন করছেন। তার ভাষায়, “আমরা পরিবর্তন চাই। আগের প্রজন্ম হয়তো সহ্য করেছে, কিন্তু আমরা সহ্য করবো না।”
এদিকে সাধারণ নেপালিদের দুঃসহ জীবন ও রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার তুলনামূলক ভিডিও টিকটকে ভাইরাল হচ্ছে। অনেকেই মনে করছেন, এ আন্দোলন দুর্নীতিবিরোধী এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
